21/08/2024
জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২০২১’ এর মর্যাদা পেয়েছে বিকেএমইএ। শিল্প খাতে অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহ দিতে এ পদক দেওয়া হয়।
শনিবার (১৭ জুন ২০২৩) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ পদক বিতরণ করেন। ৩৯টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়। বিকেএমইএ’র পক্ষে পদক গ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ। শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড নীতিমালা-২০২০ অনুযায়ী ছয়টি ক্যাটাগরিতে এ পদক দেয় বাংলাদেশ সরকার। ট্রেড বডি ও অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে এ পদক পায় বিকেএমইএ।
BKMEA ® is a registered Trademark of BKMEA Copyright © 2024 bkmea.com.